দূর্বৃত্ত্বের হামলার শিকার টেকনাফের হোয়াইক্ষ্যয়ের বিট কমকর্তা: মোবাইল ও টাকা লুট

Teknaf 1

টেকনাফ সংবাদদাতা:
টেকনাফ  উপজেলার হোয়াইক্যংয়ের রইক্ষ্যং বিট অফিসার ও সহকারী বিট অফিসার একদল চিহ্নিত দূর্বৃত্ত্বের হামলার শিকার হয়েছে। ১৭ মে রাত সাড়ে ৮ টায় হোয়াইকংয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন শেষে রইক্ষ্যং বীট অফিসে ফিরে যাওয়ার পথে বীট অফিসার খন্দকার মনিরুল ইসলাম ও সহকারী অফিসার মোঃ জহির আলী তেচ্ছি ব্রীজ নামক স্থানে পৌঁছলে উৎপেতে থাকা ১০/১২ জন দূর্বৃত্ত্ব তাদের উপর হামলা চালায়। এসময় দৃর্বৃত্ত্বরা তাদের বেধড়ক মারধর করে এবং দু‘টি মোবাইল সেট,নগদ ৫হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। বিট অফিসার খন্দকার মনিরুল ইসলাম জানান, গতকাল হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার মৃত কালা মিয়ার পুত্র অলি আহমদ (৪৫) ও গফুরের পুত্র হাসান আলীকে এজাহার নামীয় আসামী ও অপর ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা রুজু করেছে। মামলা তদন্ত অফিসার  এসআই মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মোঃ মহি উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সরকারী অফিসার আমলার উপর এধরনের হামলা আমরাবরদাশ্ত করবনা ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন