‘দেশের হতদরিদ্র-প্রতিবন্ধী সকলকে সহযোগিতা করছে সরকার’

fec-image

দেশের হতদরিদ্র-প্রতিবন্ধী সকলকে সহযোগিতা করছে সরকার বলে মন্তব্য করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সোমবার (২ জানুয়ারি) সকালে সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সমাজসেবা দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, অসহায় গোষ্ঠীর জন্য সরকার বছরে কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। তাদের মুখে হাসি ফোটাচ্ছে।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা, জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। এসময় জেলা পরিষদের অন্যান্য সদস্য এবং সরকারি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার ১৭১ জন দুস্থ পরিবার এবং ১৭১ জন গরীব শিক্ষার্থীদের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে মোট ১২ লাখ টাকা অনুদান এবং পৌরসভার এলাকার ১১৪টি পরিবারকে বিভিন্ন স্কিমের মাধ্যমে মোট ৫৬ লাখ ৭২ হাজার টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, সমাজসেবা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন