নতুন বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা মানিকছড়ির শিশুরা

fec-image

পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়ির অর্ধশতাধিক প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিশু-কিশোরদের হাতে নতুন বই তুলে দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষকরা। বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে চারিদিকে ছেলে-মেয়েদের ছুটাছুটিতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী পরিবেশ।

বুধবার (১ জানুয়ারি) ইংরেজি নববর্ষের প্রথম দিন। আজ সারা দেশে বই উৎসবের অংশ হিসেবে উপজেলার ৪৫টি প্রাথমিক, ৮টি মাধ্যমিক ও ৪টি নিন্মমাধ্যমিকসহ মাদ্রাসাগুলোতে একযোগে শিশু-কিশোর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রশাসনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষকরা ছিলেন প্রস্তুত।

সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও নির্বাহী অফিসার তামান্না মাহমুদের নেতৃত্বে বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয় রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ে। এরপর ধারাবাহিকভাবে রাজবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চেঙ্গছড়া নেছারিয়া ইসলামীয়া দাখিল মাদরাসা, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, ইংলিশ স্কুল, তিনটহরী উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুল, বড়ডলু উচ্চ বিদ্যালয়, গাড়ীটানা ইসলামী দাখিল মাদরাসা, মানিকছড়ি ইসলামী দাখিল মাদরাসা, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়, যোগ্যাছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেঙ্গুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়, বাটনাতলী উচ্চ বিদ্যালয়, গচ্ছাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাপুরিয়া পাড়া আবুল কালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ডলু কঞ্জুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাইয়া শিবির সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাটনাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার প্রতিটি স্কুলে বই বিতরণ অনুষ্ঠিত হয়।

ওইসব অনুষ্ঠানে বিদ্যালয় সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্য ও শিক্ষক এবং অভিভাবকের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া আফরোজ, ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, একাডেমিক সুপাভাইজার রেহেনা মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বই বিতরণ উৎসব সফল করেন।

বই বিতরণকে ঘিরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন সাজে সজ্জিত করাসহ নানা আয়োজনেই মানিকছড়িতে সম্পন্ন হল বই বিতরণ উৎসব।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর সারাদেশে একযোগে শিশু শ্রেণি থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে প্রতি বছর। বিশ্বের অনেক বড় বড় দেশেও এমন নজির স্থাপন করতে বেগ পেতে হয়েছে। আমরা বাঙালি জাতি সঠিক নেতৃত্ব পেয়েছি বলেই আজ দেশে অনেক সমস্যা থাকা স্বত্বেও জাতির ভবিষৎ কান্ডারীদের মানুষ হিসেবে গড়ে তুলতে বিনামূল্যে বই দিয়ে যাচ্ছে সরকার।

এ সময় উপস্থিত শিশু-কিশোর ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, বিনামূল্যে বই দিয়েছে সরকার, সুনাগরিক গড়ে তোলার দায়িত্ব এখন আপনার। তাই আমাদের নতুন বছরের অঙ্গীকার হউক ‘বাল্য বিবাহ ও মাদকমুক্ত সমাজ’ প্রতিটি শিক্ষার্থী আজ শপথ নিলে তারা বাল্যবিবাহ ও মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠবে, তবেই জাতির হবে উন্নতি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন