নাইক্ষ্যংছড়িতে নেটওয়ার্ক না থাকায় রেজিষ্ট্রেশন না করে তালিকাতেই টিকা দেয়া হচ্ছে ৩ ইউনিয়নে 

fec-image

নাইক্ষ্যংছড়িতে ৫ ইউনিয়নে টিকা দেবার কথা ৩ হাজার লোকের। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে  এদের মধ্য থেকে ৩ ইউনিয়নের ১৮ শত লোক টিকা দিতে পারবে না। তাদেরকে ৭ আগস্ট (শনিবার) তালিকা করেই টিকা দেয়া হবে। তারা পরের দিন গুলোতে উপজেলা সদরে নেটে এসেই রেজিষ্ট্রেশন করানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি হাসপাতালের প্রধান ডা: এ জেট এম ছলিম।

তিনি বলেন, উপজেলায় ইউনিয়ন রয়েছে ৫টি। তন্মধ্যে নেটওয়ার্ক নেই ৩ ইউনিয়নে। এ তিন ইউনিয়ন হলো ঘুমধম, সোনাইছড়ি ও দৌছড়ি। সদর ও বাইশারী ইউনিয়নে  ৬০০ করে ১২০০ জনকেই রেজিষ্ট্রেশন করে টিকা দেয়া হবে শনিবার।  এভাবে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে টিকা দেয়ার ।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী বলেন, তার ইউনিয়নের ১ নম্বর (পুরোনো) ওয়ার্ড়ের ৬শত লোককে টিকার জন্য রেজিষ্ট্রেশন করা হয়েছে। শনিবার শুধু টিকা দেবেন তারা।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যনিং মার্মা বলেন, তার ইউনিয়নে নেট নেই। তালিকা করেই তার ইউনিয়নের ৬ শত বাসিন্দাকে  করোনার টিকা দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংশ্লিষ্ট  সূত্র মতে, সরকারের সিদ্ধান্ত মতে প্রতি ইউনিয়নে ৩টি করে ওয়ার্ড় চিহ্নিত করে টিকা দেয়ার সিদ্ধান্ত হয় শনিবার ।

সংশ্লিষ্ট  কাজে দায়িত্বরত সরকারি এক কর্মকর্তা জানান, ‘ভ্যাকসিনের ডোজের স্বল্পতার কারণে ৭ থেকে ১২ আগস্টের টিকাদান কর্মসূচির সময়সীমা কমিয়ে আনা হয়েছে।  প্রাক-নিবন্ধনের ভিত্তিতে প্রতিটি কেন্দ্রে ৬০০ জনকে টিকা দেওয়া হবে। এ ক্ষেত্রে বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে।
একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ‘মানুষ অন-স্পট নিবন্ধন করে তাৎক্ষণিকভাবে এ ভ্যাকসিনের ডোজ নিতে পারবেন।’

এ ছাড়া  সিদ্ধান্ত হয়েছে, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা তাদের এলাকার মানুষের কাছে টোকেন দিতে পারবেন, যে টোকেনটি দেখিয়ে তারা নির্দিষ্ট এ দিন ভ্যাকসিন নিতে পারবেন। এই কর্মকর্তা আরও জানান, ‘এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যাতে ভ্যাকসিন কেন্দ্রে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন