বান্দরবানে ডাবল সেঞ্চুরী পার হলো:

নাইক্ষ্যংছড়ি ইউএনও’র গাড়ি চালক ও ব্যাংকের ৩ গার্ড আক্রান্ত

fec-image

বান্দরবানে ডাবল সেঞ্চুরী পার করলো করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার (২২জুন) নতুন করে ১৫জন আক্রান্ত হওয়ার মধ্যদিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২০১জনে।

আক্রান্তদের মধ্যে নাইক্ষ্যংছড়ি সোনালী ব্যাংকের তিন গার্ড, ইউএনওর গাড়ি চালক রয়েছে।

নতুন আক্রান্ত হওয়াদের মধ্যে জেলা সদরে ১০জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫জন রয়েছে।

জেলা সদরে আক্রান্তরা হলো মাইকেল ত্রিপুরা, সত্যজিত চৌধুরী, হ্লাগ্য চাকমা, কৃঞ্চা চাকমা, মল্লিকা চাকমা, মিশুক চাকমা, অন্তরা চাকমা, মেধারক চাকমা, তাজিন, মানশ্রী চাকমা।

অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় আক্রান্তরা হলো- সোনালী ব্যাংকের গার্ড আবুল কালাম আজাদ, শৈ শৈ মারমা, লাল জুকুম বম, উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক টিপু বড়ুয়া ও ছালামীপাড়া এলাকার মৃত মকতুল হোসেনের ছেলে উলা মিয়া। ছালামী পাড়া এলাকার ওই আক্রান্তের দাদা কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে মৃত্য বরণ করেছিল।

বান্দরবান সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে বান্দরবানের মোট ৫৫টি টেষ্ট করা হয়। যার মধ্যে ১৫জন পজেটিভ এসেছে।

এদিকে জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা শহরকে রেড-জোন ঘোষণার অনুমোদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে সিএস প্রস্তাব পাঠিয়েছেন। দু-এক-দিনের মধ্যে অনুমোদন পাওয়া গেলে রেড-জোন হবে। লামা ও নাইক্ষ্যংছড়িকে হলুদজোনের প্রস্তাব করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আক্রান্ত, ইউএনও’র, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন