নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের নগদ অর্থ ও পাহাড়িদের পানির সামগ্রী বিতরণ

নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও পাহাড়িদের পানির সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।

শনিনবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় জোন সদর দপ্তরে একসংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব তুলে দেয়া হয়।

এসময় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও দোছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ীজনপদ মেন্ডিল পাড়া এলাকার জন্য ৪টি ওয়াটার ট্যাংক ৭,৫০০ ফুট পানির পাইপ এবং বিভিন্ন মাদ্রাসার জন্য আর্থিক অনুদান তুলে দেন জোন কমান্ডার লে. কর্নেল রেজাউল করিম ।

বিতরণকালে উপস্থিত ছিলেন ১১বিজিবির উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন, ক্যাপ্টেন রাফি-উস-হাসানসহ বিজিবি সদস্য ও সংবাদ কর্মীরা।

বিজিবি জোনের অধিনায়ক ও লে. কর্নেল রেজাউল করিম সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্যবাসীর শান্তি, সম্প্রীতি, শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলা এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এ আর্থিক অনুদান প্রদান করেন ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।

এদিকে সচেতন মহল ১১ বিজিবির ধারাবাহিক এধরনের কর্যক্রমের জন্য অধিনায়ককে ধন্যবাদ জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন