নানিয়ারচরে জেএসএস সংস্কা’র দুই কর্মী অপহরণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে জেএসএস এমএন লারমা গ্রুপের (সংস্কার) দুই কর্মীকে অপহরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার মেজর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- মেজর পাড়ার রামচন্দ্র চাকমার ছেলে দয়ানন্দ চাকমা (৪৫) এবং তার ছেলে ডাল্টন চাকমা (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফ প্রসীত গ্রুপের ১০-১২ জনের একটি সশস্ত্র দল মঙ্গলবার সকালে মেজর পাড়া গিয়ে অস্ত্রের মুখে দয়ানন্দ চাকমা এবং তার ছেলে ডাল্টন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।

ইউপিডিএফ প্রসীত গ্রুপ’র সংগঠক মাইকেল চাকমা জানান, এ ঘটনার সাথে তাদের সংগঠন জড়িত নয়। তাদের বিরুদ্ধে এটি একটি অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

এ ব্যাপারে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন