আরাকান আর্মির হাতে জিম্মি

নাফ নদীতে জেলে অপহরণ বাড়ছে!

fec-image

টেকনাফ-উখিয়া সীমান্তে এখন আরাকান আর্মিদের দৌরাত্ম্য বেড়েছে। বিভিন্ন সময়ে নাফ নদে মাছ ধরতে যাওয়ার সময় বাংলাদেশি জেলেরা আরাকান আর্মিদের হাতে অপহরণের শিকার হচ্ছেন। পরবর্তীতে মুক্তিপণের বিনিময়ে তারা মুক্তি পাচ্ছেন। গত ছয় মাসে তাদের হাতে এ পর্যন্ত প্রায় দেড়শ জেলে অপহরণের শিকার হয়েছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা দমদমিয়া অংশের নাফ নদে মাছ ধরার সময় নৌকাসহ চার জেলেকে অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি

আমাদের সংবাদদাতারা জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফনদী থেকে মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক ধরে নিয়ে যাওয়া ট্রলারসহ ১২ জেলের এখনও কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। প্রায়ই এ রকম ঘটনা ঘটছে নাফ নদীতে।

জানা যায়, ধরে নিয়ে যাওয়া জেলেদের ১১ জন টেকনাফের শাহপরীর দ্বীপের ও একজন উখিয়ার বাসিন্দা। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে টেকনাফে ফেরার পথে শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে এদের ধরে নিয়ে যাওয়া হয়।

আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে অস্ত্রের মুখে জিন্মি করে এ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, লাল মিয়ার ছেলে মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ আমিন (৩৪), মৃত আবদুল করিমের ছেলে ফজল করিম (৫২), আবদুল মজিদের ছেলে কেফায়েত উল্লাহ (৪০), শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩), মৃত নুর বশরের ছেলে সাদ্দাম হোসেন (৪০), মুস্তাক আহমদের ছেলে মো. রাসেল (২৩), আব্দুর রহমানের ছেলে মো. সোয়াইব (২২), নুরু ইসলামের ছেলে আরিফ উল্লাহ (৩৫), ফরিদ আলমের ছেলে মোহাম্মদ মোস্তাক (৩৫), নুর আহমদের ছেলে নুরুল আমিন (৪৫) এবং মোহাম্মদ আমিনের ছেলে মো. আরফান (২৩)। তাদের সকলেই বাড়ি শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকায়।

তবে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে তাদের অবহিত করা হয়নি। এ ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

প্রায়ই এ রকম জেলে অপহরণের মতো ঘটনা ঘটাচ্ছে আরাকান আর্মি। এর আগে দুই দফায় ধরে নিয়ে যাওয়া ৭ জেলে এখনও আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে। এদের এখনও ফেরত আনা সম্ভব হয়নি। যার মধ্যে ১২ আগস্ট সকাল নয়টার দিকে বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আরাকান আর্মি, উখিয়া, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন