নিখুঁত থাকার ৭টি টিপস

buaety-655x360লাইফ স্টাইল ডেস্ক:
চুল, ত্বক নিয়ে মানুষের জীবনে সমস্যা অনেক৷এমন কোনো মানুষ নেই যিনি জোড় গলায় বলবেন চুল বা ত্বক নিয়ে তাঁর কোনো সমস্যা নেই৷খুব সাধারণ সমস্যার কিছু অতিসাধারণ সমাধান রইল আপনাদের জন্য৷

♣ গালে মেচেতার দাগ পড়লে লিক্যুইড গ্লিসারিন এবং গোলাপ জল সকালে গোসলের আগে বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখুন ৷ শিমূলের কাটা দুধে বেটে লাগালেও মেচেতার দাগ থেকে মুক্তি পাওয়া যায় ৷ এছাড়া ভিটামিন-ই ও অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার খান ৷

♣ যাঁদের চোখের পাতা চুলকোয় এবং পাতা পড়ার সমস্যা আছে, তাঁরা রোজ রাতে আমন্ড তেলের সঙ্গে নিম তেল মিশিয়ে লাগান ৷ ২০-২৫ মিনিট পরে ভিজে তুলো দিয়ে মুছে ফেলুন ৷ এছাড়াও ক্যাস্টর অয়েল ও চন্দন তেল মিশিয়ে লাগাতে পারেন ৷ এতে চোখের পাতা পড়া বন্ধ হবে ৷ পাতা ঘন হবে সঙ্গে চুলকানিও কমবে ৷

♣ অনেকেই হাতে কড়া পড়ার সমস্যায় ভোগেন ৷ যাঁদের এই সমস্যা আছে তাঁরা হাত নরম রাখতে ইউরিয়া ২০% বা স্যালিসেলিক অ্যসিডযুক্ত ৬% মলম লাগান ৷

♣ হাতের কনুইয়ে কালো দাগ তুলতে এপ্রিকট স্ক্রাব, পাতিলেবুর রস, পাতিলেবুর খোসাবাটা, ময়দা মিশিয়ে লাগান ৷ শুকিয়ে গেলে গোল করে কাটা পাতিলেবুর খোসাটা দিয়ে ঐ প্যাক ক্লকওয়াইজ এবং অ্যান্টি-ক্লকওয়াইজলি ঘষে ঘষে তুলুন ৷ ধুয়ে ফেলার পর লবঙ্গের তেল অথবা ক্রিম কনুইয়ে লাগিয়ে নেবেন ৷

♣ অনেক সময় পিগমেন্টশন প্রবলেমের জন্য গায়ের রং কালো হয়ে যেতে পারে ৷ সেক্ষেত্রে ১ চামচ বেসন, ১ চামচ পাকা আমের শাঁস, আধ চামচ হলুদ বাটা, ১ চামচ গাঁদা ফুলের পাপরি বাটা, দুধ দিয়ে মিশিয়ে যে জায়গায় পিগমেন্টশন রয়েছে সেখানে স্নানের আগে আধ ঘন্টা লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন ৷

♣ শরীরের কোনো অংশে স্ট্রেচমার্ক দেখা দিলে ত্বকের সেই অংশে ভিটামিন-ইযুক্ত তেল ব্যবহার করুন ৷ এপ্রিকট বা খুবানি বাটারের সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগালেও উপকার পাবেন ৷ এছাড়া পিচফল বাটার সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে লাগালেও ভালো ফল পাওয়া যায়৷

♣ শীতকাল ছাড়াও যাদের পা ফাটার সমস্যা আছে তাঁরা গরম পানিতে আধ চামচ খাবার সোডা দিন ৷ রাতে শোওয়ার আগে পা ডুবিয়ে খানিকক্ষণ রাখুন৷ ফাটা জায়গায় গ্লিসারিনের সঙ্গে এক চিমটে কর্পূর মিশিয়ে লাগান ৷ নারকেল বাটার সঙ্গে সোহাগা মিশিয়েও ফাটা জায়গায় লাগাতে পারেন ৷ এছাড়াও নারকেল তেল গরম করে তাতে অল্প ধুনোর গুঁড়ো দিয়ে মলমের মতো তৈরী করে নিতে পারেন ৷ এই মলম শুধুমাত্র পায়ের তলার ফাটা অংশই নয়, স্তনের নীচের ফাটা দাগও কয়েকদিনের মধ্যে মসৄন করে দিতে পারে ৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *