“রোহিঙ্গা জাতির নিজেদের ভূমি আছে এবং সমৃদ্ধ ভাষা আছে।”

নিজ ঘর আরাকানে ফিরে যেতে আমরণ অনশনের হুঁশিয়ারি রোহিঙ্গাদের

fec-image

মাতৃভূমিতে ফেরার দাবি নিয়ে সমাবেশের আয়োজন করেন রোহিঙ্গা শরণার্থীরা। এতে সহস্রাধিক রোহিঙ্গা নারী-পুরুষ অংশ নেন। আশেপাশের ক্যাম্প থেকে অনেকে প্ল্যা কার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়েও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সমাবেশে যোগ দেন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতৃভূমি মিয়ানমারের আরাকানে ফেরার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। তাদের আরাকান ফেরার কোনো পথ সুগম করতে বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হলে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা আমরণ অনশন পালন করবেন বলে জানিয়েছেন। এ সময় নিজ দেশে গিয়ে মাতৃভাষা দিবস পালনের ইচ্ছাও ব্যক্ত করেন তারা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া লম্বাশিয়া এক নম্বর ক্যাম্পে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যানারে (মিয়ানমারে) মাতৃভূমিতে ফেরার দাবি নিয়ে সমাবেশের আয়োজন করেন রোহিঙ্গা শরণার্থীরা। এতে সহস্রাধিক রোহিঙ্গা নারী-পুরুষ অংশ নেন। আশেপাশের ক্যাম্প থেকে অনেকে প্ল্যা কার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়েও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সমাবেশে যোগ দেন। সমাবেশে রোহিঙ্গা নেতা মাস্টার কামাল, মৌলভী সৈয়দ উল্লাহ, মাস্টার মুসা, আলম শাহ বক্তব্য রাখেন।

বক্তব্যে রোহিঙ্গা নেতা মাস্টার মো. কামাল বলেন, ‘আমরা এসেছি প্রায় ৬ বছর হয়েছে। নিজ ঘরে (মিয়ানমারে) ফিরে যেতে সবাই মিলে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের বুকে ১২ লাখ মানুষ মিলে আমরা জীবনের নিরাপত্তা নিয়ে মিয়ানমারে ফিরে যেতে আমরণ অনশের ডাকে সাড়া দিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

সমাবেশে মৌলভী সৈয়দ উল্লাহ বলেন, ‘বাঙালিরা একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন। ভাষার জন্য তারা প্রাণ দিয়ে সারা পৃথিবীর সব জাতির মাতৃভাষার মানকে মর্যাদাপূর্ণ করেছেন। আমরা দিবসটি পালনের শুরুতে বাঙালি সেই বীর পুরুষদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি, যারা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা জাতিগতভাবে মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গাদের জাতি হিসেবে স্বতন্ত্র একটি মাতৃভাষাও রয়েছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের দেশছাড়া করে ভিটেমাটি ও নাগরিকত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি আমাদের ভাষার অধিকারও কেড়ে নিতে চায়। আমরা আমাদের মাতৃভূমি আরাকানে ফিরে রোহিঙ্গাদের পূর্ণ অধিকার নিশ্চিত করে আমাদের মাতৃভাষা রোহিঙ্গা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতে চায়।’

রোহিঙ্গা যুবনেতা মাস্টার মুসা বলেন, ‘রোহিঙ্গা জাতির নিজেদের ভূমি আছে এবং সমৃদ্ধ ভাষা আছে। সারা পৃথিবীর মানুষ নিজ দেশে বাস করে নিজেদের মাতৃভাষায় কথা বলছে। নিজেদের জন্মভূমি থাকার পরও আমরা রোহিঙ্গা জাতি অন্যদেশে আশ্রিত হয়ে আছি এখনও। আমরা বারবার বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের মাতৃভূমিতে ফেরার কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছি, কিন্তু ফেরার স্বপ্ন এখনও অন্ধকারে ঘুরপাক খাচ্ছে।’

মাস্টার মুসা আরও বলেন, ‘বছরের পর বছর বাংলাদেশের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। নিজেদের দেশে ফেরার নিশ্চয়তা চাই। আমরা নিশ্চিত ভাবে দেশে ফিরতে চাই।’

এছাড়া ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ‘ক্যাম্পে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গারা অনুষ্ঠান শেষ করেছে। মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা একটি অনুষ্ঠান শেষ করেছে।’

এই সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে ছিল বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন