নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে বিদায় করা হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু

untitled-1-copy

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ষড়যন্ত্র করে সরকার উৎখাতের রাজনীতি বিশ্বাস করে না। সকল দলের অংশগ্রহণে,  জনগণের ভোটে ও নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকাকে বিদায় করতে চাই।

শনিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সাংগঠনিক সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ হারুন। সভায় জেলার ১৩টি ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টার দিকে জয় বাংলা শ্লোগানে একদল সন্ত্রাসী বিএনপির সাংগঠনিক সভায় স্থানে হামলা চালিয়ে গেইট ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা উপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার এ ঘটনার জন্য আওয়ামী লীগ থেকে বিতাড়িত অংশকে দায়ে করে বলেন, তারা বিএনপির সভা ভণ্ডুল করার জন্য শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে বোমাবাজি করেছে। আজ (শনিবার) সকালে আবার বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাংচুরসহ ১০ নেতাকর্মীকে আহত করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন