পপি ক্ষেত ধ্বংস করেছেন বলিপাড়া জোন

fec-image

বলিপাড়া জোন (৩৮ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ি-বাঙ্গালী সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়নসহ আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় স্থানীয় সোর্স ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, কিছু অসাধু মাদক ব্যবসায়ী কর্তৃক বলিপাড়া জোনের অধীনস্থ টেন্ডুমুখ সিআইও ক্যাম্প হতে আনুমানিক ০৩ কিঃমিঃ উত্তর-পূর্ব দিকে কোআংপাড়া নামক স্থানে পপি চাষ করা হয়েছে ।

উক্ত সংবাদের ভিত্তিতে রবিবার (১৬ ফেব্রুয়ারি) বলিপাড়া জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এর নির্দেশে টেন্ডুমুখ সিআইও ক্যাম্প হতে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে গমন করে এবং ০৩ একর জমির উপর পপি চাষের সন্ধান পায়।

পরবর্তীতে টহল দল কর্তৃক রবিবার ১০টা থেকে  ১টা পর্যন্ত পপি ক্ষেতটি স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন