কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাত কল

পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে মুনাফা অর্জন করতে হবে: উন্নয়ন চেয়ারম্যান

fec-image

কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল (এলপিসি) ইউনিট সরকারি পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে মুনাফা বৃদ্ধি করতে হবে।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০টা হতে ১টা পযন্ত বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) নতুন চেয়ারম্যান মো. নাসির উদ্দীন আহমেদ (অতিরিক্ত সচিব) কাপ্তাই এলপিসি ইউনিট শাখা পরিদর্শন করেন এবং এলপিসির বিভিন্ন পরিত্যক্ত খোলা জায়গা, করাতকলসহ উন্নয়নমূলক শাখা পরিদর্শন শেষে ২০ লাখ টাকা ব্যয়ে এলপিসি ইউনিটে কাজের অগ্রগতির জন্য নতুন স্থাপনকৃত সিএনসি মেশিন উদ্বোধন করেন।

পরে বনশিল্প চেয়ারম্যান মো.নাসির উদ্দীন কাপ্তাই ইউনিট প্রধান শাখা কার্যালয়ে জাতীয় শুদ্বাচার কৌশল সংক্রান্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

তিনি প্রশিক্ষণে বলেন, আমাদের অনেক খালি সম্পত্তি পরিত্যক্ত পড়ে আছে। তা কাজে লাগিয়ে মুনাফা অর্জন করতে হবে। প্রতিষ্ঠানকে নিজ নিজ জায়গা হতে সকলে মিলে কাজ করার আহবান জানান।

এসময় বিএফআইডিসি সদর দপ্তর ঢাকা মহা-ব্যবস্থাপক মো.ফারুক হোসনে (রাবার), এ.এস.এম শাহাজাহান সরকার(চট্রগ্রাম জোন), মো.নাজমুল হক চেয়ারম্যানের একান্ত সচিব, কাপ্তাই এলপিসি শাখা ইউনিট প্রধান সহ- মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, মো.শফিকুল ইসলাম সহ-ব্যবস্থাপক (মাঠ), বিলাস কুমার বিশ্বাস সহ-ব্যবস্থাপক (হিসাব), এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মো.ইউসুফ, সম্পাকদ আহম্মদ আলী, সাংগঠনিক আবু সাঈদ জুয়েল, মসজিদ ইমাম মাওলানা আনোয়ার হোসাইন সাঈফীসহ এলপিসি কর্মকর্তা -কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন