পাকিস্তানের মানচিত্র মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

fec-image

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি পাকিস্তানকে আবার কড়া বার্তা দিলেন, এবার প্ররোচনা দিলে আর ‘আত্মসংবরণ’ করবে না ভারত। এমন আঘাত হানবে যে পাকিস্তানকে নিজেদের ইতিহাস, ভূগোল টিকিয়ে রাখতে গেলে ভাবতে হবে।

এ সময় প্রতিবেশী দেশকে সংযত হয়ে চলারও পরামর্শ দেন দ্বিবেদী।

শুক্রবার রাজস্থানে একটি কর্মসূচিতে দ্বিবেদী বলেন, ‘বিশ্বের ইতিহাস এবং ভূগোলে পাকিস্তান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে রাষ্ট্র সমর্থিত উগ্রবাদ বন্ধ করতে হবে। সিঁদুর অভিযানের সময় যে সংযম আমরা দেখিয়েছিলাম, এ বার আর তা দেখাব না। আবার ওরা প্ররোচনা দিলে আরো এক ধাপ এগিয়ে যাব।’

দ্বিবেদী আরো বলেন, ‘এমন হতেই পারে যে এমন আঘাত হানব, পাকিস্তানকে নিজের ইতিহাস, ভূগোল টিকিয়ে রাখতে ভাবতে হবে।’

শুক্রবার ভারতীয় সেনাবাহিনীকে আবার প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘অনুগ্রহ করে পুরোপুরি প্রস্তুত থাকুন। ঈশ্বর চাইলে, খুব শীঘ্রই আরো একবার সুযোগ পাবেন। শুভকামনা রইল। জয় হিন্দ।’ এর পরেই জল্পনা তৈরি হয়েছে। তবে কি পাকিস্তানে আবার হামলা করবে ভারত?

উল্লেখ্য, দিনকয়েক আগে জাতিসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেন, ভারতের সাতটি যুদ্ধবিমান ধ্বংস করেছে সে দেশের সেনা। অবশ্য ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিংহ আগেই পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, ‘মনগড়া গল্প’।

৯৩তম বায়ুসেনা দিবস উদযাপনে তিনি এ-ও জানান যে, পাকিস্তানের আট থেকে ১০টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। এবার ভারতীয় স্থলসেনাপ্রধান স্পষ্ট হুঁশিয়ারি দিলেন পাকিস্তানকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন