পানছড়িতে কৃষি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

Krishi Pic

শাহজাহান কবির সাজু, পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়িতে তিন দিন ব্যাপী কৃষি ও ফলদ বৃক্ষ মেলা’১৫ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নানান কর্মসূচী হাতে নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পানছড়ি।

“দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ” এ প্রতিপাদ্যের ব্যানার নিয়েই শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভার মধ্যে দিয়েই শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব।

এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ হোসেন সিদ্দিক। উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবেশিকা চাকমার সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি অফিসার মো: আলা উদ্দীন শেখ।

এ সময় বিভিন্ন বিভাগীয় প্রধান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে মেলার স্টল উদ্বোধন ও আলোচনা সভা শেষে পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন