অবশেষে পানছড়িতে মন্ত্রী এলেন ক্ষণিকের অতিথি হয়ে

Minister Pic

শাহজাহান কবির সাজু, পানছড়ি প্রতিনিধি:

“পানছড়িতে মন্ত্রী আসে না কেন?” শিরোনামে ৪ নভেম্বর পার্বত্যনিউজে রিপোর্ট করেছিলেন বর্তমান প্রতিবেদক। রিপোর্ট প্রকাশের ৩৪ দিনের মাথায় পানছড়িতে পূর্ণমন্ত্রী এলেন। তাও একেবারে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রভাবশালী মন্ত্রী। যদিও সরকারী কোনো সফরে নয়। তাই সরকারী বা দলীয় কোনো কর্মসূচীও ছিলো না। ফলে স্থানীয়দের অভাব-অভিযোগ শোনার বা শোনানোর কোনো সুযোগও ছিলো না তাতে। মন্ত্রী এসেছিলেন স্থানীয় এক বিয়ের দাওয়াতে। তাতেও পানছড়িবাসী খুশী। মন্ত্রীর আগমন উপলক্ষে তার যাত্রাপথ অনেকটা মেরামত করা হয়েছিল যা ছিল পানছড়িবাসীর বাড়তি পাওনা।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ক্ষণিকের অতিথি হয়ে বেড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকারী সফরের অংশ হিসাবে মঙ্গলবার সড়ক পথে জেলার রামগড় নতুন থানা ভবনের উদ্বোধন শেষে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভুমি সাজেক যাওয়ার পথে স্বস্ত্রীক পানছড়িতে আসেন।

জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের প্রবাসী বন্ধু দেবাশীষ চাকমার সাথে অষ্ট্রেলিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলে তিনি পানছড়ি আসার আমন্ত্রণ জানান। সেই সূত্র ধরে দেবাশীষের ভাগিনা জেনাস চাকমার বিয়ে উপলক্ষে আমন্ত্রণ জানালে তিনি পানছড়িতে আসবেন বলে জানান।

অবশেষে মঙ্গলবার রামগড় থানা ভবনের উদ্বোধন শেষে বিকাল ৫টায় পানছড়ির লতিবান গ্রামে দেবাশীষ চাকমার পিত্রালয় সত্য নারায়ন চাকমার বাড়িতে বিয়ে অনুষ্ঠানে যোগ দিয়ে পানছড়িবাসীকে চমকে দেন।

এ উপলক্ষে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ২০ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল মো: আতিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় পুলিশের ডিআইজি সফিকুর ইসলাম, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: মজিদ আলী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: জাহিদুল আলম, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব প্রমুখ।

প্রায় ১ঘন্টা পানছড়িতে অবস্থান শেষে সন্ধ্যা ৬টার দিকে সাজেকেরেউদ্দেশ্যে পানছড়ি ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন