পানছড়িতে বিনামূল্যে ইপসার চক্ষু সেবা

পানছড়ি প্রতিনিধি:

পানছড়িতে বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ করেছে ইপসা সমৃদ্ধি কর্মসূচী। পিকেএসএফ ও লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রামের সহযোগিতায়, ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) এর আয়োজনে, ৩নং পানছড়ি ইউপির সার্বিক ব্যবস্থাপনায় এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক চক্ষু রোগীকে সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ দেয়া হয়।

বুধবার (২৮মার্চ) সকাল ১০টায় ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, ফোকাল পার্সন এনামুল হক শান্ত, সমন্বয়কারী উজ্জল চাকমা, ব্রাঞ্চ ইনচার্জ বাহাদুর আলম খোকন, এসডিও শুভ্র জ্যোতি চাকমা, ইউপি সদস্য মতিউর রহমান, সঞ্জয় চাকমা, আমিরুল বশর ও হিরামতি বড়–য়া। ক্যাম্পে চক্ষু সেবা প্রদান করেন লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. কথক দাস। ক্যাম্প অরগানইজারের দায়িত্বে ছিলেন লায়ন্স চক্ষু হাসপাতালের মো. জসিম উদ্দিন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন