নানা আয়োজনে পানছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

fec-image

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় নানা আয়োজনে উদ্‌যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯ টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শুভ উদ্বোধন সফল হোক” লেখার একটি পেষ্টুন উত্তোলন করা হয়।

দিনের শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মাঠকে সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন সাজে। লাল, নীল, হলুদ, সবুজ’সহ নানা রঙের পতাকায় সাজানো উপজেলা পরিষদ মাঠটি দেখতে ছিল নজর কাড়া।

বাংলাদেশ পুলিশ ও আনসার ভিডিপি বাহিনীর সাথে কুচকাওয়াজে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও পানছড়ি থানার ওসি মো. শফিউল আজম।

সকাল ৯’টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় নানান খেলাধুলা। এলাকার বীর মুক্তিযোদ্ধাদের ফুলের সংবর্ধনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, বিদ্যালয়ের শিক্ষক ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহান স্বাধীনতা দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন