রোয়াংছড়িতে বর্ণিল আয়োজনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

fec-image

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে রোয়াংছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮ টায় রোয়াংছড়ি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার মংহ্লাপ্রু, কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সরকার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ পারভেজ আলী, পিআইও মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ, আনসার ও ভিডিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের অংশগ্রহণে মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শন হয় এবং শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহান স্বাধীনতা দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন