পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের পাতাবাহা উৎসব শুরু

fec-image

পানছড়ি উপজেলার কানুনগোপাড়ায় আজ থেকে শুরু হয়েছে সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পাতা বাহা উৎসব। নিজন্ব ঐতিহ্য আর বাহারি পোশাকে নেচে-গেয়ে আনন্দ উৎসবে বরণ করে নেয় পাতা বাহাকে। উৎসবের আমেজে কানুনগো পাড়া এলাকা পরিণত হয় সাঁওতাল সম্প্রদায়ের মিলন মেলায়।

শুক্রবার (১৪ এপ্রিল) দিনের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাঁওতাল উন্নয়ন সংসদ ও সাঁওতাল স্টুডেন্ট ফোরাম পানছড়ি শাখার অংশগ্রহণে মঙ্গলময় শোভাযাত্রাটি ছিল দৃষ্টিনন্দন। এলাকার শিশু-কিশোর ও নারী-পুরুষেরা হাতে ফুল নিয়ে কানুনগোপাড়ার বুক চিরে বয়ে চলা চেংগী নদীতে আসতে দেখা যায়। এ সময় চেংগী নদীর বালুর স্তুপে রাখা হয় কলাপাতার উপরে সাজানো সারি সারি হরেকরকম ফুল। মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে চেংগী নদীর স্বচ্ছ পানিতে ফুল ভাসিয়ে গঙ্গাদেবীর পূজা করে। চেংগীর হাঁটুজলে ফুল ভেসে যাওয়ার দৃশ্য ছিল নজরকাড়া।

এলাকার কার্বারি মিলন সাঁওতাল জানায়, পাতা মানে নববর্ষ আর বাহা মানে ফুল। ফুল দিয়েই আমরা নববর্ষ তথা পাতা বাহাকে বরণ করি।

সাঁওতাল স্টুডেন্ট ফোরাম সভাপতি মানিক সাঁওতাল ও আকাশ সাঁওতাল জানান, ৮৭ পরিবারে মোট ৩৩৫ জন সাঁওতাল পানছড়িতে বাস করে।

ফাল্গুনী সাঁওতাল, সাগরিকা সাঁওতাল, মনি সাঁওতাল জানায়, এবারের আনন্দ অন্যবারের তুলনায় অনেক বেশি। আগামী তিনদিন তারা উৎসবের আমেজে ভেসে ঐতিহ্যবাহী তীর ধনুক নিক্ষেপসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করবে। যার মাধ্যমে আগামী প্রজন্ম ঐতিহ্য ধরে রাখার ব্যপারে উৎসাহ পাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন