পানছড়ির মেধাবী শান্ত’র ত্রিমুখী সাফল্য

Santo Pic

স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মেধার এক অন্যন্য দৃষ্টান্ত গড়েছে তন্ময় মজুমদার শান্ত। সে ৩নং পানছড়ি উপজেলার তালুকদারপাড়া গ্রামের বলয় মজুমদার ও বিজলী সাহার ছেলে।

জানা যায়, শান্ত ৪র্থ শ্রেণীতে জেলা পরিষদ বৃত্তি পাওয়ার পর প্রাথমিক শিক্ষা সমাপনীতেও পেয়েছিল জিপিএ ফাইভ। তার দ্বিমুখী সাফল্য গর্বিত হয়েছিল পিতা-মাতা, প্রাইভেট শিক্ষক, বিদ্যালয় শিক্ষক থেকে শুরু পাড়া-প্রতিবেশীরাও। কিন্ত এরি মাঝে ৫ম শ্রেণীতে টেলেন্টপুল বৃত্তির খবরে সবাই যেন খুশীতে দ্বিগুন আত্মহারা।

শান্তর প্রাইভেট শিক্ষক মিঠুন সাহা জানান, শান্ত সব সময় নিরিবিলি স্বভাবের। মনযোগ দিয়ে নিয়মিত পড়া-লেখা করা যেন তার নিত্য রুটিন। প্রিয় ছাত্রের ত্রিমুখী সাফল্যে সে গর্বিত বলে জানায়। তন্ময় মজুমদার শান্ত জানায়, মা-বাবার আন্তরিকতা ও আমার শিক্ষক মিঠুন সাহার সর্বাত্মক চেষ্টা ও উৎসাহের ফলেই আমি ত্রিমুখী সাফল্য পেয়েছি।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন