পার্বত্যঞ্চলে কফি চাষের উপযোগিতা পরীক্ষায় অন্তর্ভুক্ত কৃষকদের সাথে মতবিনিময় সভা

fec-image

পার্বত্যঞ্চল খাগড়াছড়িতে কফি চাষের উপযোগিতা পরীক্ষায় অন্তর্ভুক্ত কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ি আয়োজনে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সভায় খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি গবেষক মো. মহাব্বত উল্ল্যাহ, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার প্রমুখ।

শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, কফি চাষের মতো আরো যদি অন্যান্য চাষের সুযোগ ও উৎসাহ সৃষ্টি করে দিতে পারে তাহলে কৃষকরা উন্নত হবে। আবাদি অনবাদি জমিগুলো কাজে লগিয়ে কৃষকদের যদি নিজের আর্থিক সচ্ছলতা ফিরে পেতে পারে তাহলে দেশ এগিয়ে যাবে।

মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন বলেন, পার্বত্যঞ্চলে যে আবাহাওয়া কফি চাষের জন্য খুব উপযোগী, এখানকার মানুষের কফি চাষের মাধ্যমে ভাগ্যবদল হবে ।

মতবিনিময় সভায় কফি চাষের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সভার আগে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের কফি বাগান গাছ ও কফি ফল পরিদর্শন করেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ অতিথিরা। এসময় অতিথিরা বাগানের কফি গাছের ফল ছিড়ে দেখেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন