পাহাড়ে উন্নয়নের ছোঁয়া

fec-image

বর্তমান সরকারের আমলে দেশের বৃহত্তর পাহাড়ি জেলা রাঙামাটিতে উন্নয়নের সুবাতাস বইছে।

যোগাযোগ, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যখাত, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এমনকি দুর্গম পাহাড় গুলোতে যেখানে বিদ্যুৎ সংযোগ প্রদান করা যায় না সেখানে সোলার বিদ্যুতের মাধ্যমে সরকার আলোর সেবা প্রদান করে হচ্ছে।

আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করার পর থেকে পাহাড়ে শান্তির সুবাতাস ছড়িয়ে পড়ে। মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে শুরু করে। পর্যটন শিল্পের প্রসার ঘটে। জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ।

শান্তি চুক্তির আইন অনুযায়ী পাহাড়ে সরকারের বেশীরভাগ উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় পাহাড়ের প্রত্যন্ত এলাকায় চলছে উন্নয়ন কার্যক্রম। সরকারের উন্নয়ন কার্যক্রমে পাহাড়ের দূর্গম এলাকায় যোগাযোগ ক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন।

যোগাযোগের পাশাপাশি পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ও ভূমিকা রাখছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টীসহ সকল সম্প্রদায়ের শিশু সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাসহ রাস্তাঘাটের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে উন্নয়ন কাজ চলমান রয়েছে।

রাঙামাটি জেলা পরিষদের প্রকৌশলী বিরল বড়ুয়া বলেন, জেলা পরিষদের অর্থায়নে বর্তমানে রাঙামাটির ১০টি উপজেলায় সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে।

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলে পাহাড়ে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। সরকার জেলা পরিষদের মাধ্যমে পাহাড়ের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোন বিকল্প নেই।

এছাড়াও বিদেশী সংস্থা ইউএনডিপিসহ অন্যান্য সংস্থার মাধ্যমে ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। পাহাড়ে সরকারের উন্নয়ন কাজের পাশাপাশি এখানে গড়ে উঠেছে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান সরকারের আন্ততরিকতায় পাহাড়ে প্রত্যন্ত এলাকায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। অতীতের অন্য সরকারের তুলনায় বর্তমান সরকারের সুনজরে সমতলের পাশাপাশি পাহাড়েও সমানতালে উন্নয়ন হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন