পেকুয়ায় ৯টি বিদ্যালয় ও দুর্যোগ আশ্রয়ণ কেন্দ্রের উদ্বোধন

fec-image

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫টি বহুমুখী দুর্যোগ আশ্রয়ণ কেন্দ্র উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে শিলখালী জারুল বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে ভার্চুয়ালি যুক্ত হতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাসেম, শিলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, শিক্ষকগণ ও শিক্ষার্থীরা।

এসময় তিনি সারাদেশে ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এসব উন্নয়ন প্রকল্প ২৪টি মন্ত্রণালয়ের আওতাধীন। এসব প্রকল্পের ব্যয় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় পেকুয়া উপজেলায় প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্প গুলো হচ্ছে পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রাজাখালী বকশিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পশ্চিম রাজাখালী মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাখালী জি.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,জারুল বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্বোধন হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সাথে বহুমুখী দুর্যোগ আশ্রয়ণ কেন্দ্র প্রকল্প সংযুক্ত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুর্যোগ আশ্রয়ণ কেন্দ্র, পেকুয়া, বিদ্যালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন