পেকুয়া থানায় আনন্দ উদযাপন

fec-image

বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে পেকুয়া থানা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ বিকাল ৩টায় থানার হলরুমে ওসি সাইফুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও এসআই আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া -পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলার গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজ মনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার, জেলা আওয়ামী লীগ সদস্য এস এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কাসেম, বখতিয়ার উদ্দিন চৌধুরী।

এসময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আখতারুজজামান, উজানটিয়া ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল করিম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, পেকুয়া থানার এসআই মিন্নত, এসআই সাইফু, এসআই ছিদ্দিক, এএসআই মমতাজ, এএসআই জসিম, এএসআই রুপমসহ স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক প্রমুখ।

এসময় প্রধান অতিথি সাংসদ জাফর আলম বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আজ তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন। আজ বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। বিশ্বে আজ বাংলাদেশ রোল মডেল। এসব আজ শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আজ পেকুয়ার পুলিশ প্রশাসন প্রশংসার দাবীদার। ওসি সাইফুর রহমান যোগদানের পর থেকে পেকুয়ার আইনশৃংখলা পরিস্থতি উন্নত হয়েছে। থানাকে দালালমুক্ত থানায় পরিনত করেছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাফর আলম কেক কেটে আনন্দ উদযাপনের যাত্রা শুরু করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন