পেট্রোলবোমা মারার রাজনীতি সফল হবে না: আনিসুল ইসলাম মাহমুদ

10967858_820848554652330_1589389253_n

স্টাফ রিপোর্টার :

সরকারের পানি সম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, গাড়িতে পেট্রোলবোমা মেরে গাড়ি ভেঙে মানুষ হত্যার যে রাজনীতি শুরু হয়েছে তা বাংলাদেশে কোনভাবেই সফল হবে না। যদি কখনো সফলও হয় তাহলে বাংলাদেশের রাজনীতি নষ্ট হয়ে যাবে।

রোববার বিকালে কক্সবাজার শহরের বাহারস্থ পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণে ‘কক্সবাজার পানি উন্নয়ন সার্কেল’ উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘বিরোধীদল আন্দোলনের নামে যা করছে তা মোটেই সমর্থনযোগ্য নয়। এসব ব্যাপারে আমার দলের অবস্থান খুবই শক্ত।’

গণমাধ্যমের দায়িত্বের কথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে মিডিয়ারও একটা ভূমিকা রয়েছে। সংবাদমাধ্যমে সত্য ও ন্যায়ের কথা তুলে ধরতে হবে। যেটা হলে দেশ এগিয়ে যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে সে বিষয়ে লিখতে হবে। কারণ যে কোন কাজে সচ্ছতা আনতে মিডিয়ার ভূমিকা খুবই শক্তিশালী।

এ সময় সাংসদ সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ তারেক ও শহর জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দিন কামালসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন