পৌরসভার কর্মচারীদের শতভাগ বেতন-ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি

fec-image

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতাসহ পেনশন চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মীরা। সারাদেশ থেকে ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। রবিবার (১৪ জুলাই) দুপুর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মৌলভীবাজার পৌরসভার পৌর সচিব মোহাম্মদ ইসহাক ভূঁইয়া বলেন, ‘আমাদের বেতন-ভাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে পৌরসভা থেকে সংগ্রহ করতে হয়। কিন্তু, পৌরসভার আয় সংকুলান না হওয়ায় অনেকেরই বেতন দীর্ঘ করেক মাস যাবত বকেয়া রয়েছে। যার ফলে আমাদের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। আমরা চাই, আমাদের বেতনভাতা পেনশন সুবিধা সবকিছুই সরকারি কোষাগার থেকে দেওয়া হোক। যতদিন আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান করে যাবো।’

ফরিদপুর পৌরসভা কর্মকর্তা শফি উদ্দিন শেখ বলেন, ‘আমাদের একদফা একদাবি। সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দিতে হবে।’ তিনি বলেন, ‘পৌরসভা থেকে আমাদের যে কয় টাকা বেতন দেওয়া হয়, সেই বেতনে আমরা সংসার চালাতে পারি না। তারপরও দশ মাস চাকরি করার পরে একমাসের বেতন দেওয়া হয়। অনেকের চাকরি শেষ হয়ে গেছে। তারপরও তারা পেনশনের টাকা পাচ্ছেন না। তাই আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন দিতে হবে।’

ফরিদপুর পৌরসভার কর্মচারী সেলিম খান বলেন, ‘সরকার আমাদের চাকরি দিয়েছে কিন্তু বেতন দেয়নি।এটা কী ধরনের নিয়ম? আমরা সরকারি কোষাগার থেকে বেতন চাই।’ দাবি না মানা পর্যন্ত তারা প্রেসক্লাবের সামনে থেকে উঠবেন না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সূত্র:  বাংলা ট্রিবিউন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন