প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন হত্যা মামলার আসামি

fec-image

বান্দরবানে হত্যা মামলার আসামি টমটম (ইজিবাইক) চালক নুরুল আলম (৩০) প্রকাশ্যে ঘোরাফেরা করলেও আটকে অপারগ প্রশাসন।

বুধবার (৪ মে) সন্তান হারা নন্দিতার পিতা সজল চক্রবর্তীর এ অভিযোগ জানান।

তিনি জানান, গত ২৮ এপ্রিল সকাল ১০টায় বান্দরবান সদর ব্রিগেড এলাকার নীলগিরি বেকারীর সামনে টমটম (ইজিবাইক) চালক নুরুল আলম বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমার মেয়ে নন্দিতা চক্রবর্তী (৮) কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নন্দিতার মৃত্যু হয়। পরে চালকের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় অভিযোগের সাত দিন পার হয়ে গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু ঘাতক নুরুল আলম এখনো প্রকাশ্যে ঘুরাফেরা করছে। এদিকে আবার পুলিশ বলছে সে পলাতক আছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বান্দরবান সদর থানা উপ-পুলিশ পরিদর্শক গোবিন্দ শর্মা জানান, নুরুল আলমকে আইনের আওতায় আনতে কয়েকবার অভিযান করেছি এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার জানান, টমটমের ধাক্কায় কন্যা শিশু নন্দিতা চক্রবর্তীর নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল চালক নুরুল আলম বেপরোয়াভাবে টমটম (ইজিবাইক) চালিয়ে সজল চক্রবর্তীর মেয়ে নন্দিতাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন