প্রধানমন্ত্রীকে নিজ হাতে তৈরী সেগুন কাঠের খাট উপহার দিতে চান বান্দরবানের কাশেম কাঠ মিস্ত্রী

Bandarban Farnicar pic-22.11

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের হাতে সেগুন গাছের খাট উপহার দিতে চান বান্দরবানের আবুল কাশেম। দীর্ঘ নয় মাসের পরিশ্রম করে দেড় লাখ টাকায় এ খাট বানিয়েছেন বান্দরবানের কাঠমিন্ত্রী আবুল কাশেম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকুণ্ঠ ভালবাসা আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য কিছু করার ইচ্ছা থেকেই কঠোর পরিশ্রম করে খাটটি বানিয়েছেন বলে কাশেম জানান।

এই খাটটি দেখতে শহরের বালাঘাটার মুসলিমপাড়ার কাশেমের দোকানে প্রতিদিনই লোকজন ভিড় করছে। মুসলিমপাড়ার আবুল কাশেমের দোকানে দোকানে গিয়ে দেখা গেছে দামি সেগুন কাঠ দিয়ে তৈরি ৭ লম্বা ৬ দৈর্ঘ্য খাটটিতে খোদাই করে নানা রঙের নকশা আঁকা হয়েছে। রয়েছে লাল সবুজের পতাকা আর বঙ্গবন্ধুর নাম।

আবুল কাশেম বলেন, ‘বালাঘাটাসহ বিভিন্ন এলাকা থেকে উৎকৃষ্ট মানের সেগুন কাঠ বাছাই করে শুকিয়ে নয় মাস পরিশ্রম করে খাটটি তৈরি করেছি। জাতির জনক না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না, ইতিহাস রচনা হতো না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা। মানুষ প্রধানমন্ত্রীকে অনেক কিছুই উপহার দেয়। আমি সামান্য কাঠ মিন্ত্রী। আমার নিজ হাতে ভাল কাঠ দিয়ে বানানো একটি সামান্য খাট বঙ্গবন্ধু কন্যার জন্য উপহার দিতে চাই’।

কাশেম বলেন, ‘আমার এই ইচ্ছা পূরণ হবে কিনা জানি না, কিন্তু জাতিরজনক বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা আর তার কন্যার জন্য কিছু করতে পেরে আমি খুশি’। তিনি বলেন, ‘খাটটি তৈরির আগে নকশাটি তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ জেলার কয়েকজন নেতাকে দেখিয়েছেন’।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন