বান্দরবান-কক্সবাজারে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিবহন শ্রমিককে সাজা সাজাদানের প্রতিবাদে শুক্রবার থেকে শুরু হওয়া অঘোষিত ধর্মঘট শনিবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বান্দরবানে আগত পর্যটক ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে সকালে অঘোষিত ধর্মঘট অনির্দ্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট আহ্বানে একাত্মতা ঘোষণা করে চট্টগ্রামের পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বান্দরবান-চট্টগ্রাম পূবার্ণী মালিক সমিতির সভাপতি ঝন্টু দত্ত জানান, সন্ধ্যায় চট্টগ্রামের পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোবাইল ফোনে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান।

সংলিষ্ট সূত্র জানায়, কক্সবাজার জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে ৪ পরিবহন শ্রমিককে বিভিন্ন মেয়াদে সাজা এবং একটিতে জরিমানা প্রদান করা হয়। অভিযানে সৌদিয়া পরিবহনের ম্যানেজার রুহুল আমিন ও শাহ আমিন পরিবহনের ম্যানেজার আলা উদ্দিনকে ৫ দিন, শ্যামলী পরিবহনের ম্যানেজার আলী আহসানকে ৬ দিন করে সাজা ও শ্যামলীর চালক মোহাম্মদ রাসেলকে ৩ মাসের সাজা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন