বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর কবিতা লেখায় মহালছড়িতে একজন আটক

fec-image

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর কবিতা লেখার অপরাধে মতিউর রহমান পলাশ(৩২)কে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। সে মহালছড়ির মোহাম্মদপুরের ৩নং ওয়ার্ডের  মৃত  সরাফুল এর ছেলে।

ওই আসামীর বিরুদ্ধে মহালছড়ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের ২১,২৯ ও ৩১ ধারায় মামলা রজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর। মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মহালছড়ি থানায় এজাহার দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় আসামি মতিউর রহমান পলাশ “মুজিবের মূর্তি” শিরোনামে ১৮ লাইন বিশিষ্ট একটি কবিতা তার ফেসবুকে পোস্ট করে। যার মাধ্যমে জাতির পিতাকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করে মানিহানিকর তথ্য প্রকাশ ও প্রচার হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এছাড়াও ওই পোস্টটি পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে পরলে এলাকার জনমনে ক্ষোভসহ দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে, যে কোন মূহুর্তে আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন