বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শতভাগ লক্ষ্যমাত্রায় এগিয়ে যাচ্ছে

fec-image

খাগড়াছড়ি জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরো বেগবান করার লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় কমিনিউটি/মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের মুনিগ্রাম ১৭নং এলাকায় সুরেন্দ্র স্মৃতি জুনিয়র হাই স্কুল মাঠে এ কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তীর সভাপতিত্বে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা।

এ সভায় রিপু খীসার সঞ্চালনায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে এক বছরের নিচে শিশুদের প্রথম টিকা গ্রহণের হার প্রায় ৯৯ শতাংশ। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শতভাগ সাফল্যের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সাফল্য উল্লেখযোগ্য। দেশি-বিদেশি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। স্বাস্থ্য সহকারীর মাধ্যমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়ন করানো হচ্ছে। গ্রামে সবাই উৎসবমুখর পরিবেশে টিকা নিতে আসছে। কয়েক বছর আগেও এমন ছিল না। এটা আমাদের অর্জন। এটাকে ধরে রাখতে হবে। তিনটি লক্ষ্যে সরকারি স্বাস্থ্যসেবা কাজ করে।

এ সময় খাগড়াছড়ি স্বাস্থ্য কম্প্লেক্সের মেডিকেল অফিসার ডা. ক্যাচিংহ্লা মারমা, ইউপি সদস্য জয়রাম চাকমাসহ এলাকার মুরব্বি ও শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ, শতভাগ লক্ষ্যমাত্রা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন