বাঙালহালিয়াতে সনাতন ঋষি আশ্রমে দীপঙ্কর তালুকদার এমপি

fec-image

বাঙ্গালহালিয়াতে সনাতন ঋষি আশ্রমের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে মহাযজ্ঞ সম্মেলনে খাদ্য সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি জানাস, ধর্ম হোক যার যার কিন্তু উৎসব হোক সবার এই সম্প্রীতি নিয়ে পার্বত্য অঞ্চলে আমরা এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন ।

তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা একই পরিবারের পার্বত্য এলাকার সন্তান। তাই রাঙামাটিতে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সবার। এজন্য ধর্মমত নির্বিশেষে একে অন্যের কাঁধে কাঁধ রেখে মিলেমিশে আন্তরিকতার সাথে রাঙামাটির সকল উপজেলার উন্নয়নে কাজ করে যাবার আহ্বান জানান।

শুক্রবার (১০ ফেব্রয়ারি) বিকাল ২ টায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রম এর ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে দুইদিন ব্যাপী বিশ্বশান্তি শ্রী শ্রী সনাতন ব্রহ্ম গায়েত্রী যজ্ঞ বিশ্ব শান্তি শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ সনাতন ধর্ম মহাসম্মেলনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন।

মহোৎসব কমিটির সভাপতি সুজিত করের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা,বাঙ্গালহালীয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা , সাংবাদিক ঝুলন দত্ত, পুলক বড়ুয়া, রাখাল চন্দ্রদাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমপি দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকার আমলে পার্বত্য চট্টগ্রাম আমূল পরির্বতন হয়েছে। যেখানে রাস্তা-ঘাট ছিলো না সেখানে রাস্তা-ঘাট হয়েছে। সোলারের মাধ্যমে দূর্গম এলাকার মানুষ পেয়েছে বিদ্যুৎ। বর্তমান সরকার আমলেই একমাত্র প্রধামমন্ত্রী শেখ হাসিনা সুবাদে পাহাড়ের আনাচে কানাচে উন্নয়নের জোয়ার বইছে। মসজিদ মন্দির গির্জা ও বিহারসহ উন্নয়নের অগ্রনী ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী।

পরে এমপি দীপংকর তালুকদার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন উপভোগ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঋষি আশ্রম, দীপঙ্কর তালুকদার এমপি, বাঙালহালিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন