বাঙালহালিয়াতে সেনাবাহিনী ও বন বিভাগের অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ

fec-image

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার রাইখালী রেঞ্জের আওতাধীন নারানগিরি এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোন অটল ৫৬ বেঙ্গলের অধিন বাঙালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার মো. হাফিজ আল ফায়ছাল এর নেতৃত্বে গতকাল রাত ১১ টায় বিপুল পরিমান অবৈধ সেগুন গোল কাঠ ও একটি পিকআপ জব্দ করে।

স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলা নারানগিরি ও বাঙালহালিয়া এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠ গুলো অানা হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুন, গোল কাঠ ও পিকআপ আটক করে, এবং সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারি পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় ৬লক্ষ টাকা হবে বলে জানাগেছে। কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা জানান, অামাদের লোকবল সংকটের কারণে আমরা কাঠ পাচার রোধ করা সম্ভব হয়না। এ ব্যাপারে অাইন শৃঙ্খলাবাহিনী বলেন, প্রতিদিন কাঠ পাচার রোধ অব্যাহত থাকবে।অাটককৃত কাঠ গুলো রাইখালী রেঞ্জের বাঙালহালিয়া ফরেষ্ট ষ্টেশন কে হস্তান্তর করা হয়েছে। গত কয়েক দিন ধরে সেনাবাহিনীর কাঠ পাচার রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য যে, প্রতিদিন রাজভিলা রেঞ্জের আওতাধীন ইসলামপুর, বাঙালহালিয়া, নাইক্যছড়া, কাকড়াছড়ি হতে রাতের বেলায় কাঠ পাচারকারীরা কাঠ পাচার করে আসছে। ইতিপূর্বে ৫৬ বেঙ্গল দায়িত্ব নেওয়ার পর হতে কাঠ পাচার রোধে অগ্রণী ভুমিকা রেখেছেন। যদি কাঠ পাচার রোধ সম্ভব না হলে অদুর ভবিষৎ পার্বত্য অঞ্চল ন্যারা ভূমিতে পরিণত হবে এতে কোন সন্দেহ নেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন