বান্দরবানের দূর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

fec-image

বান্দরবানের দূর্গম পাহাড়ি এলাকায় অসহায়, দু:স্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছেন সেনাবাহিনী।

বৃহস্প‌তিবার (২৮মে) সকা‌লে করোনাভাইরাসের প্রাদূর্ভাবে লকডাউনে থাকা বান্দরবানের বি‌ভিন্ন পাড়ার ১১৫ জন পাহাড়ি অসহায় ও দু:স্থ প‌রিবা‌রের মা‌ঝে এ খাদ্য সামগ্রী বিতরণ ক‌রেন সেনা রিজিয়ন এর কর্মকর্তা মেজর মো. ইফতেখার।

এ সময় বান্দরবান সেনা রিজিয়ন এর কর্মকর্তা লে. রেজওয়ানসহ অন্যান্য সেনাসদস্যরা উপ‌স্থিত ছিলেন।

সেনা কর্মকর্তা ব‌লেন, লকডাউনে থাকা পাহাড়ি জনগণের খাদ্যাভাব দূর করতে বান্দরবান সেনা রিজিয়ন নিয়মিত অসহায় ও দু:স্থ জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রেখেছেন। দূর্গম এলাকার অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে ব‌লেও জানান কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, বান্দরবান, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন