Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

বান্দরবানের সাত উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হলেন

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের সাত উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে জিতেছে নৌকা প্রতীকের ৬জন ও স্বতন্ত্র ১জন। ১৮ মার্চ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত নির্বাচনে সাত উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সাত জন পুরুষ ও সাত জন নারী প্রতিনিধিও নির্বাচিত হয়েছেন।

বান্দরবান সদর: আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এ কে এম জাহাঙ্গীর পেয়েছেন ১৫ হাজার ৩৫৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ পেয়েছেন ৯ হাজার ২৯৬ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজু মং মারমা এবং নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন য়ইসা প্রু মারমা।

লামা উপজেলায়: আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোস্তফা জামাল পেয়েছেন ৪৭ হাজার ২ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর জোড়াফুল প্রতীকে পান ৩০২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জাহেদ উদ্দিন চশমা প্রতীকে ৩৯ হাজার ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দিদারুল হক চৌধুরী তালা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৩ভোট।

এর আগে প্রত্যাহারের দিন তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার কারণে মিল্কি রানী দাশকে বেসরকারি ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান ঘোষণা করা হয়।

আলীকদম: বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ৯ হাজার ১৮১ ভোট পেয়ে ৩য় বারের মত নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী জামাল উদ্দিন পেয়েছেন ৮ হাজার ৩২৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার ৭ হাজার ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ব্যরী মার্মা পেয়েছেন ৫ হাজার ৪৬৭ ভোট।

পরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে কফিল উদ্দীন বিএসসি ১১ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাইনথপ ম্রো পেয়েছেন ৪ হাজার ৩৩৯ ভোট।

রুমা উপজেলায়: ৫ হাজার ৫শ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী উহ্লাচিং মারমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জনসংহতি সমিতির সমর্থিত (আনারস) প্রতীক নিয়ে অংথোয়াইচিং মারমা পান ৪ হাজার ৯শ ৭৭ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে থাংখামলিয়ান বম (তালা) ৪ হাজার ৩শ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী চিংসাথোয়াই মারমা (উড়োজাহাজ) ৪ হাজার ২শ ৫২ ভোট পান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত নুরাউ মারমা (প্রজাপতি) প্রতীক নিয়ে ৫ হাজার ৪শ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (কলস) প্রাপ্ত ভোট ৪ হাজার ৮শ ৫৫।

থানচি উপজেলা: আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে জয় পেয়েছেন থাওয়াইহ্ণামং মারমা। তাঁর প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৭৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা চেয়ারম্যান ক্যাহ্লাচিং মারমা (হেলিকপ্টার) প্রতীক নিয়ে পেয়েছেন মোট ৩ হাজার ৩১৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান চসাথোওয়াই র্মামা (পকশৈ) চশমা প্রতিকে ৪ হাজার ৩৫৯ ভোট পেয়ে জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মালিরাম (ত্রিপুরা) তালা প্রতীকে পেয়েছেন ৪হাজার ৯৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেনুপ্রু র্মামা কলসী প্রতীকে ৪ হাজার ৩৮৪ ভোট পেয়ে জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি হাঁবেরুং ত্রিপুরা পেয়েছেন ৪ হাজার ১২৪ ভোট।

নাইক্ষ্যংছড়ি উপজেলা: নৌকা প্রতীক নিয়ে অধ্যাপক মো. শফিউল্লাহ ১৩ হাজার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম স্বতন্ত্র প্রার্থী আবু তাহের কোম্পানী (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ২০৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মংলা মারমা ৮ হাজার ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী তালা প্রতীকের মো. ইমরান পেয়েছেন ৮হাজার ১৪১ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামিমা আক্তার ১৩ হাজার ৫১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম ছিলেন ওজিফা খাতুন রুবি।

রোয়াংছড়ি উপজেলায়: আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে চহাই মং মারমা নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৭ হাজার ৯২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জনসংহতি সমিতি থেকে স্বতন্ত্র প্রার্থী ক্যবামং পেয়েছেন ৪ হাজার ৬৬৩ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সমর্থিত আথুই মং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ক্রইচিং প্রু মারমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন