বান্দরবানে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: 

বান্দরবানে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।  “সবাই হবো স্বাক্ষর আর দক্ষ, একুশ শতকে এই আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক নাজিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইশরাত জামান, মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়াসহ সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, দেশে স্বাক্ষরতার হার অনেক বেড়েছে। বর্তমানে ৭১ শতাংশ মানুষ স্বাক্ষরতার আওতায় এসেছে, আগামীতে দেশে কোনো নিরক্ষর মানুষ থাকবে না। সেই লক্ষ্যেই আমাদের পথ চলতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে সকলকে সুশিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। জেলায় দুর্গম এলাকাগুলোতে নানা কারনে সফলাতর সাথে স্বাক্ষরতা অর্জন সম্ভব হয়নি। সরকারী ও বেসরকারী উদ্যোগের পাশাপাশি প্রতিটি মানুষকে স্বাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসতে হবে। প্রতিটি ঘরে শিক্ষার্থীরা তাদের নিরক্ষর আত্মিয়স্বজনদের স্বাক্ষরতা দান করতে পারে। এ ব্যাপারে তিনি সকল শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান।
র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, এনজিও কর্মীরা ছাড়াও সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন