বান্দরবানে চার উপজেলার ১১৪৩ জন নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

 

স্টাফ রিপোর্টার :

বান্দরবানে দ্বিতীয় দফায় ৪ উপজেলায় ২৭ ফেব্রুয়ারী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কাজ শুরু হয়েছে। বুধবার চার উপজেলার মধ্য থানছি উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এ উপজেলায় ৪টি ইউনিয়নের ১৩টি কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রুমা উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। পর্যায়ক্রমে রবিবার রোয়াংছড়ি এবং সোম-মঙ্গলবার দুইদিন লামা উপজেলায় নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, থানছি উপজেলায় ৪টি ইউনিয়নের ১৩ হাজার ৮৪৫ ভোটারের জন্য ১৩টি কেন্দ্রে ৫৬টি কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৩জন প্রিসাইডিং অফিসার, ৪৬জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৯২ জন পোলি কর্মকর্তাসহ সর্বমোট ১৫১ জন নির্বাচনী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এসময় পুলিশ সুপার দেবদাশ ভট্টাচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসার আব্রাউল হোসেন, জেলা নির্বাচন অফিসার শেখ আব্দুল লতিফ, থানছি উপজেলা নির্বাচন অফিসার মিসকাত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

রুমা উপজেলায় ৪টি ইউনিয়নে ১৭ হাজার ৮ ভোটারের জন্য ১৮টি কেন্দ্রে ৪৬টি ভোট কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষে ১৮ জন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ৫৬জন এবং পোলিং অফিসারের ১১২ জনসহ সর্বমোট ১৮৬ জন কর্মকর্তা উপজেলা নির্বাচনে অংশ নিতে প্রশিক্ষণে অংশ নিবে।

রোয়াছড়িতে ৪টি ইউনিয়নে ২০টি ভোট কেন্দ্রে ৫৯টি ভোট কক্ষে ১৬ হাজার ৬৪৪জন ভোটারের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে। এ উপলক্ষে ২০ জন প্রিসাইডিং অফিসার, ৫৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১১৮জন পোলিং অফিসার উপজেলা নির্বাচনে অংশ নিতে প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা রয়েছে।

লামা উপজেলায় ৭টি ইউনিয়নে অস্থায়ী ১২টি এবং স্থায়ী ৩৬টিসহ মোট ৪৮ ভোট কেন্দ্রের ১৯১টি ভোট কক্ষে ৫৮ হাজার ৪৪২জন ভোটারের জন্য জেলা নির্বাচন কমিশন প্রস্তিুতি নিয়েছে। এ উপলক্ষে ৩৬ জন প্রিসাইডিং অফিসার, ১৯১ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৩৮২ জন সহ সর্বমোট ৬০৯ জন কর্মকর্তা উপজেলা নির্বাচনে অংশ নিতে প্রশিক্ষণ নেয়ার আয়োজন করেছে জেলা নির্বাচন অফিস।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন