বান্দরবানে বিএনপি দলীয় কোন্দলের মামলায় ৫ জন খালাস, ৬ জনের সাজা

fec-image

বান্দরবানে বিএনপির দলীয় কোন্দলে সৃষ্ট একটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের  ৫ জন নেতাকর্মী। একই মামলায় আরও ৬ জনকে ১ মাস সাজা ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। আপিল করার শর্তে এই ৬ নেতাকর্মীকেও পরে জামিন দেওয়া হয়।

বুধবার (৮জানুয়ারি) বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান মামলাটি খারিজ করে এই রায় দেন। খালাস পাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সোহেল খান, মুছা হাওলাদার, রতন কান্তি দে, মো. হাসান ও মো. মিরাজ।

আসামি পক্ষের আইনজীবী আবু জাফর জানান, ২০১৫ সনের ৩০ মে বাদী আবুল কাশেমের উপর হামলার অভিযোগ এনে বান্দরবান সদর থানায় মো. আলাউদ্দিন আলোকে প্রধান আসামি করে জেলা ছাত্রদল সভাপতি ফরহাদ হোসেন, রতন কান্তি দে, যুবদল সভাপতি হারুনুর রশিদ, আবুল কালাম, ফয়সাল, মো. জয়নাল, মো. মুছা, মো. হাসান, মো. সোহেল ও মো. মিরাজকে আসামী করে ১৪/১৫ নম্বর মামলা রুজু হয়।

পরবর্তীতে আদালতের বিচারে সাক্ষী প্রমাণ শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ না হওয়ায় ৫ জনকে খালাস দেন এবং ৬ জনকে সাজা ঘোষণা দেন আদালত। পরবর্তী এই ৬ জনও আপিলের শর্তে জামিন লাভ করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইনজীবী, বান্দরবান, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন