বান্দরবান ছাত্রদলের দলীয় কোন্দল নিয়ে সংঘর্ষ, আহত ৫

1203131363081723jaat

জেলা প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানে জেলা ছাত্রদলের আভ্যন্তরীন কোন্দলকে কেন্দ্র করে বেলা ৩ টার দিকে হোটেল পূরবীর সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয় পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন আলো, জেলা ছাত্রদল দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন জিকুসহ ৫ নেতাকর্মী। এ ঘটনায় ৬ ছাত্রদলের নেতা-কর্মীকে অব্যহতি দেওয়া হয়েছে।

ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ছাত্রদলের জেলা দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন জিকু বলেন, পৌর ছাত্রদলের সভাপতি আলা উদ্দিন আলো ও কলেজ শাখার সাধারন সম্পাদক মেহেদি এরা দুজনে কলেজ শাখার প্রথম বর্ষের ইচ্ছানুযায়ী কমিটি গঠনের উদ্যেগ নেয়। এসময় শহিদুল ইসলাম বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রথম বর্ষের ছাত্র মো. সেহেল সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ফরহাদ হোসেন জিকু আরও বলেন, কলেজের ঘটনার পর আলা উদ্দিন আলোর নেতৃত্বে হোটেল পূরবীর সামনে তার উপরও হামলা চালানো হয়েছে। এ বিষয়ে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল) জানান, নেতৃত্ব দেওয়ার প্রতিযোগিতা নিয়ে এ সংঘর্ষ সংঘটিত হয়।

সংর্ঘষের ঘটনায় ছাত্রদলের ৬ নেতা-কর্মীকে সাময়িক ভাবে অব্যহতি দিয়েছে জেলা ছাত্রদল। জেলা ছাত্র দলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক দৌরতুল কবির খান এক বিবৃতিতে জানিয়েছে রবিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান জেলার সিনিয়র নেতৃবৃন্দের সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় যে, দলীয় শৃঙ্খলা ভংঙ্গের কারনে বান্দরবান সরকারী কলেজ শাখার সহ-সভাপতি মো.আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি রিদওয়ানুল হক যুগ্ম সম্পাদক মো. শহীদ, পৌর ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল ইসলাম ভূইয়া, পাঠাগার সম্পাদক শাকিল মাহমুদ পলাশ, সহ-আইন বিষয়ক সম্পাদক আবুল বশর কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা, পৌর, কলেজ শাখার সকল কার্যক্রম হতে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো।

 

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন