বান্দরবান পুলিশ সুপারের পদোন্নতি

Bandarban sp pic-7.4
স্টাফ রিপোর্টার:
বান্দাবান পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর স্বাক্ষর হয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ে প্রজ্ঞাপনজারির মাধ্যমে এ পদোন্নতি পান।

দেবদাস ভট্টাচার্য্য মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গলের তপস্বী পাড়ায় জম্ম গ্রহণ করেন। পিতার নাম প্রয়াত দুর্গেশ রঞ্জন ভট্ট্রাচার্য্য মাতা রাজলক্ষী ভট্টাচর্য্য। দুই ভাই এক বোনের মধ্য দেবদাস ভট্টাচার্য্য বড়। ১৯৮৩ সালে শ্রীমঙ্গলের আসাদুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও একই জেলার সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে অনার্স-মাস্টার ডিগ্রী লাভ করেন। তিন কন্য ও এক পুত্রের জনক দেবদাস ভট্টাচার্য্য। স্ত্রীর নাম মধুছন্দা।

তিনি ১৯৯৫ সালে এএসপি হিসেবে পুলিশের চাকরিতে যোগদান করেন। ট্রেনিং শেষে কুড়ি গ্রামে এএসপির দায়ীত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে মাদারীপুর, বরিশাল ও দিনাজপুর জেলায় পুলিশ সুপারের দায়ীত্ব পালন করেন। সর্বশেষ ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর বান্দরবান পুলিশ সুপারের দায়ীত্বভার গ্রহণ করে পালন করে আসছেন। এছাড়া তিনি ২০০৯ সালে সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীতে অংশ নেন।

পুলিশের চাকরির পাশাপশি তিনি ‘মনে মেঘের ছায়া’, ‘জননী জন্ম ভূমি’ ও ‘তারা ভালবেসেছিল’ তিনটি উপন্যাসের বই প্রকাশ করেছেন। তিনি জেলার ফৌজদারী মামলার তদন্ত ও তদন্ত তদারকীর দায়ীত্ব পালন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন