বান্দরবান বাজার ব্যবসায়ীদের শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

fec-image

বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধণা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ডিসেম্বর) রাতে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানের শুরুতে ব্যবসায়ী সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন। পরে প্রধান অতিথির বক্তব্যকালে পার্বত্যমন্ত্রী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ব্যবসায়ী বান্ধব সরকার। ব্যবসায়ীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। ভোক্তাদের সেবার পাশাপাশি সৎ ভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শীতার্থ ৮শ মানুষের মাঝে শীতবস্ত্র, ৩৫০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং ১৪টি স্কুলের প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান করেন।

বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি. এর সভাপতি হাফেজ মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন