বুধবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিবেন আবদুল হামিদ

নিউজ ডেক্স

pআগামী ২৪ এপ্রলি বুধবার বঙ্গভবনে ২০তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানকিভাবে শপথ গ্রহণ করবনে আবদুল হামিদ এডভোকেট। এর আগে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদে তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

সোমবার বলো ১১টায় এক সংবাদ সম্মলেনে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেনে, প্রেসিডেন্ট নির্বাচনের গেজেট প্রকাশ করে তা কেবিনেট ডিভিশনে পাঠানো হবে। কেবিনেট ডিভিশন পরে তার শপথ পড়ানোর উদ্যোগ নেনে। প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করাবনে।

তফসলি অনুযায়ী, সোমবার যাচাই-বাছাই ও বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল।

প্রেসিডেন্ট নির্বাচন আইন, ১৯৯১-এর ৭ ধারায় বলা হয়েছে নির্বাচনী কমকর্তা নির্ধারিত দিন, সময় ও স্থানে মনোনয়নপত্র পরীক্ষা করবেন। পরীক্ষার পরে একজনরে মনোনয়নপত্র বৈধ থাকলে নির্বাচন কমিশনা ওই ব্যক্তিকে নির্বাচিত  বলে ঘোষণা করবেন। তবে একাধকি ব্যক্তির মনোনয়নপত্র বৈধ থাকলে বৈধভাবে মনোনীত ব্যক্তিদের নাম মনোনয়নপত্র পরীক্ষার দিন ঘোষণা করবেন। সে অনুযায়ী আবদুল হামিদের মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে সোমবারই তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়।

উল্লখ্যে, গত ২০ র্মাচ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানরে মৃত্যু হলে পদটি শূন্য হয়। এ দিন থেকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়ত্বি পালন করছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন