বেনজেমার হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে ফাইনালে রিয়াল

fec-image

এর আগে টানা তিন এলক্লাসিকোতে পাত্তা পায়নি রিয়াল মাদ্রিদ। মর্যাদার লড়াইয়ে টানা হারের হ্যাটট্টিক করার পর এবার বেনজেমার হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে দিল কার্লো আনচেলত্তির দল। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ২০১৪ সালের পর প্রথমবার ফাইনালে পা দিল রিয়াল।

ক্যাম্প ন্যুয়ে বুধবার (৫ এপ্রিল) রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে মাদ্রিদের দলটি। ভিনিসিয়াস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন করিম বেনজেমা।

৩৫ বছর বয়সেও বেনজেমা যেভাবে উড়ছেন তাতে আগামী ব্যালন ডি’অরে নিশ্চিত লিওনেল মেসির সঙ্গে তুমুল এক লড়াই করবেন তিনি। বিশ্বকাপ জয়ী মেসির অষ্টম ব্যালন ডি’অর জয় হয়তো কেউ ঠেকাতে পারবে না; কিন্তু বেনজেমা সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবেন, নিশ্চিত।

স্প্যানিশ লা লিগায় পয়েন্টের ব্যবধানে রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক দূর এগিয়ে থাকতে পারে বার্সেলোনা; কিন্তু দুই দলের লড়াইয়ে রিয়াল যে এখনো অপ্রতিরোধ্য, তা আরো একবার দেখিয়ে দিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

অথচ প্রথম লেগে নিজেদের মাঠেই বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরে পিছিয়েছিল রিয়াল মাদ্রিদ। সবাই ধরে নিয়েছিল ন্যু ক্যাম্পে গিয়ে নিশ্চিত কোপা ডেল রে থেকেও বিদায় নেবে তারা। সেমিতে যেতে হলে ফিরতি লেগে তাদের দরকার ছিল অন্তত ২ গোলের ব্যবধানে জয়। সে জায়গায় ৪-০ গোলেই জয় তুলে নিলো মাদ্রিদের দলটি।

প্রথমার্ধে লড়াই ছিল সেয়ানে সেয়ানে। কেউ কারো জালে বল প্রবেশই করাতে পারতেছিল না; কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গিয়ে (৪৫+১ মিনিট) প্রথম বার্সেলোনার জাল কাঁপিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র।

দ্বিতীয়ার্ধে গিয়ে হ্যাটট্রিক পূরণ করেন করিম বেনজেমা। ৫০তম মিনিটে করেন প্রথম গোল। এরপর দ্বিতীয় গোল করেন ৫৮তম মিনিটে। ৮০ মিনিটে বার্সার পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন