ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে

206245খেলা ডেস্ক:

জিম্বাবুয়ে বোলারদের তুলোধুনো করে ৭ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করার পর তাদের ব্যাটসম্যানদেরও চেপে ধরেছে সংযুক্ত আরব আমিরাত। ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ ওভারে ১৫৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে ডেভ হোয়াটমোরের শিষ্যরা।

এবারের বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ৩০৪ রানের বিশাল স্কোর তাড়া করে। আজও কি তাহলে সে ধরনের কোন অঘটনই ঘটে যাবে! জিম্বাবুয়েকে যদি আরব আমিরাত হারিয়ে দেয়, তাহলে তো সেটা অঘটনই! বলা খুব মুস্কিল হলেও আরব আমিরাত যে ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে, তা নিশ্চিতভাবেই বলা যায়।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটি ভালোই করছিল। ১৩ ওভারে ৬৪ রানের জুটি গড়ার পর জিম্বাবুয়ের ওপর প্রথম আঘাত হানেন আরব আমিরাতের বোলার মোহাম্মদ তৌকির। কৃষ্ণ চন্দ্রের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সিকান্দার রাজা করেন ৪৪ বলে ৪৬ রান। এর একটু পরই ফিরতে হলো সদ্য মাঠে নামা হ্যামিল্টন মাসাকাদজাকে। মাত্র ৪ বল মোকাবেলা করে ১ রান করেন তিনি।

রেগিস চাকাভা ৬২ বলে ৩৫ রান করে ফেরেন যখন, তখন দলের রান ১১২। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধারাবাহিকতায় ৪৪ বলে ৪৭ রান করে ফেরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরও।

এ রিপোর্ট লেখার সময় জিম্বাবুয়ের রান ৩৮.৫ ওভারে ৫ উইকেটে ২১২ রান। উইকেটে আছেন ক্রেজ এরভিন এবং সিন উইলিয়ামস। এ জুটির সংগ্রহ ৪৫ রান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন