ভোটের মাঠে ফেল, সিদ্ধান্ত বদলে অভিনয়ে ফিরছেন মাহি

fec-image

স্বপ্ন ছিল সংসদ সদস্য হবেন। জাতীয় সংসদে গিয়ে এলাকার মানুষের চাওয়া-পাওয়া তুলে ধরবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটযুদ্ধে নেমে ডাহা ফেল করেছেন তিনি। তাই সিদ্ধান্ত পাল্টে ফিরছেন অভিনয়ে।

নির্বাচনের আগে মাহিয়া মাহি অঙ্গীকার করেছিলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে আর অভিনয়ে ফিরবেন না। সারা বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এলাকার মানুষদের খোঁজখবর রাখবেন। কিন্তু সেটি যেহেতু আর হচ্ছে না, তাই পুরোনো পেশাকেই ফের আপন করে নিতে চলেছেন ‘ম্যাজিক মামনি’ খ্যাত মাহি।

সিদ্ধান্ত পাল্টে অভিনয়ে ফেরা প্রসঙ্গে এই নায়িকা সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থাকা, রাজনৈতিক কর্মসূচি— নানা বিষয়ে ব্যস্ত থাকতে হতো। তাই নির্বাচনি প্রচারের সময় বলেছিলাম, নির্বাচনের পর অভিনয় ছেড়ে দেব।’

অভিনেত্রী বলেন, ‘আসলে নির্বাচিত হলে তো অভিনয় করার সময়ই পেতাম না। এখন এলাকার মানুষের খোঁজখবর নেওয়া ছাড়া তেমন কাজ নেই। আমি আগের মতো সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক-দুই দিনই যথেষ্ট। বাকি দিনগুলোতে শুটিং-ডাবিং-অভিনয় নিয়েই ব্যস্ত থাকব।’

মাহি দাবি করেন, অভিনয়ে ফিরতে চান খবর ছড়িয়ে পড়তেই নাকি তিনি চারটি সিনেমার প্রস্তাব পেয়েছেন। তবে এখনো কোনো চিত্রনাট্যই চূড়ান্ত করতে পারেননি।’ মাহি বলেন, ‘আমি সিনেমাগুলোতে অভিনয় করব এটা নিশ্চিত। তবে চুক্তিবদ্ধ হওয়ার পরই সব কিছু জানাতে চাই।’

গত বছর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে দুটি পদ পেয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন মাহিয়া মাহি। এর তিন মাস পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে দলটির মনোনয়ন চান। কিন্তু পাননি। পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

কিন্তু এবারও আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি মাহিকে। এরপর তিনি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন। কিন্তু লড়াইয়ে টিকতে পারেননি নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে। বিশাল ব্যবধানে হেরে যান মাহি। তার জামানত বাজেয়াপ্ত হয়। শেষমেশ তাই অভিনয়ই ভরসা নায়িকার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন