মহেশখালীতে জমে উঠেছে টোলমুক্ত কোরবানির পশুর হাট

fec-image

মহেশখালী উপজেলার পৌরসভাস্থ ডিজিটাল আইল্যান্ড আইটি সেন্টার সংলগ্ন কোরবানির পশুর হাট জমে উঠেছে ৷ কক্সবাজার জেলার একমাত্র টোলমুক্ত কোরবানি পশুর হাট হওয়ায় দূর দুরান্ত থেকে ক্রেতা বিক্রেতা ছুটে আসছে এই পশুর হাটে ৷ প্রতিবছরের মতো দর্শনার্থী ও ক্রেতা বিক্রেতাদের ভিড় ছিলো লক্ষ্যনীয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়ঃ নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ক্রয়ক্ষমতা সহনীয় পর্যায়ে রাখতে সার্বক্ষণিক তদারকিতে মনিটরিং সেল খুলেছে পৌর কর্তৃপক্ষ। প্রথম দিকে কোরবানীর পশু সংকট হওয়ার আশঙ্কা থাকলেও তা অনেকটা কেটে গেছে ডিজিটাল আইল্যান্ড উপজেলা মহেশখালীতে।

গত দুই দিনে এর আগের সময়ের তুলনায় বর্তমানে দ্বিগুন গরু বাজারে এসেছে। ছোট বড় মাঝারি গরু ছাগলের পাশাপাশি বেশ কিছু বড় সড় চড়া দামের গরু বিক্রির জন্য আনা হয়েছে। বিক্রয়ও হচ্ছে চোখে পড়ার মতো, হাটে আসা ক্রেতাদের কাছে জানতে চাইলে প্রতিবেদকের নিকট কিছু সংখ্যক ক্রেতারা অভিযোগ করেন অন্যান্য বছরের তুলনায় এবারে গরুর দাম তুলনামুলক বেশী হাঁকাচ্ছে বিক্রেতারা ৷

নাছির নামে এক ক্রেতা বলেন, কোরবানের জন্য গরু ক্রয় করতে এসে বাজারের সার্বিক পরিবেশ দেখে আমি মুগ্ধ, পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

গরু বাজারে বড় গরুর চেয়ে ছোট গরুর চাহিদা বেশি গ্রাহকের। কিন্তু কিছু গরুর মালিক যে দাম হাঁকাচ্ছে তাতে পছন্দের গরু কিনতে হিমশিম খেতে হচ্ছে ৷

অন্যদিকে স্থানীয় খামারি ও গরু বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান , আমরা অনেক স-যত্নে দেশিয় ফর্মূলায় নিজ সন্তানের মতো লালন পালন করে গরু বিক্রির জন্য এনেছি৷

অতিরিক্ত লাভের আশার জন্য নয় , মোটামুটি সহনীয় পর্যায়ের দাম পেলে আমরা গরু বিক্রি করে দিব ৷

হাটে সর্বাক্ষনিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। চলমান কোরবানির পশুর হাটে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি , নিরাপত্তা ব্যাবস্থাসহ অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে হাটবাজার ব্যাবস্থাপনা কমিটি কি কি পদক্ষেপ গ্রহণ করেছে জানতে চাইলে ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে কোন ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই আমি নিজেই সার্বক্ষণিক তা তদারকি করছি৷

পাশাপাশি পৌরসভার সকল কর্মী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, তাদের সাথে স্বেচ্ছাসেবকদের একটি বিশাল টিম মাঠে কাজ করছে৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে টোলমুক্ত আমাদের এই ডিজিটাল পশুর হাট।

পার্শ্ববর্তী দেশ ভারতসহ অন্যান্য দেশ হতে এবারে গরু আমদানি বন্ধ থাকায় কিছুটা প্রভাব পড়েছে স্থানীয় কোরবানি পশুর হাটবাজারে ৷ আমাদের এই বাজারটি সম্পূর্ণ টোলমুক্ত হওয়ায় অন্যান্য হাট বাজারের তুলনায় ক্রয়ক্ষমতা সহনীয় পর্যায়ে রাখতে সার্বক্ষণিক তদারকিতে থাকবে আমাদের মনিটরিং সেল।আশা রাখি ক্রেতা বিক্রেতা কেউ লোকসানের মুখে পড়বেনা ৷

আর একদিন পরেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল আযহা পালিত হবে৷ তাই ছড়া মূল্যে হোক বা সহনীয় পর্যায়ে, গরু পছন্দ হলেই দিনশেষে পছন্দনীয় গরু বিকিকিনি করে হাসিমুখে বাড়ি ফিরছে ক্রেতা বিক্রেতারা ৷

অপরদিকে, কোরবানির ঈদকে সামনে রেখে মহেশখালী উপজেলার ৬ টি পশুর হাটসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।

তিনি জানান, সড়কে সার্বক্ষণিক টহল জোরদার রয়েছে। ইউনিয়ন ভাগ করে এই টহল জোরধার করা হয়েছে। একই সঙ্গে কমিউনিটি পুলিশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করছে। বিশেষ করে বিভিন্ন পশুর হাট ও মার্কেট কেন্দ্রিক যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করছেন।

পশু বেচাকেনার ক্ষেত্রে যাতে কোন ধরণের হয়রানী-চাঁদাবাজির শিকার হতে না হয় সেজন্য কঠোর নজরদারি নেওয়া হয়েছে। পাশাপাশি কোরবানীর পশুর আড়ালে যাতে ইয়াবা না ঢুকে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন