বজ্রপাতে মহেশখালীতে ৩ লবণ চাষী নিহত

fec-image

বজ্রপাতে মহেশখালীতে তিন লবণ চাষী নিহত হয়েছেন। এছাড়া-প্রান্তিক লবণ চাষীদের মাঠে লবণের ব্যাপক ক্ষতি হয়েছে ।

শনিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় কাল বৈশাখী তাণ্ডব শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মো. মানিক( ১৭)। সে হোয়ানকের পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে। মানিক মৈন্নাঘোনা লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হয়।অপর দুইজন হলো- মোস্তাফিজুর রহমান (২৫)  পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে ও বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মো. ফারুক (২৫) । ফারুক মারা যায় কালাপাইন্না ঘোনায় লবণ মাঠে।

চাষীদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ কালবৈশাখী দমকা ও বৃষ্টির কারণে মাঠে উৎপাদিত লবণের ক্ষয় ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণ।

এদিকে কাল বৈশাখীর তাণ্ডবে বেশ কিছু কাচা বাড়ি ভেঙ্গে গেছে বলে স্থানীয়রা জানান।
অপর দিকে প্রচণ্ড বাতাসের কবলে পড়ে মহেশখালী কুতুবজোম সড়কের বাঙ্গাপুকুর পাড় এলাকায় ২টি টমটম উল্টে সড়ক থেকে ছিটকে পড়ে ৬জন যাত্রী আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন