মাটিরাঙ্গায় প্লাস্টিক ব‌্যাগ ব্যবহারের দায়ে ৪ ব‌্যবসায়ী‌কে জ‌রিমানা

fec-image

খাড়াছ‌ড়ির মাটিরাঙ্গা পৌর এলাকায় প্লাস্টিক ব‌্যাগ ব্যবহারের দায়ে ৪ ব‌্যবসায়ী‌কে ৬ হাজার ৫শ টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম‌্যমাণ আদালত।

বুধবার (৩১ আগস্ট) বেলা ২টার দি‌কে মা‌টিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এর প‌রিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জ‌রিমানা ক‌রা হয়।

এ সময় প্লাস্টিক ব‌্যাগ /বস্তা ব‌্যবহা‌রের দা‌য়ে পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারা মোতাবেক মেসার্স জলিল এন্টারপ্রাইজ, মেসার্স পলাশপুর এন্টারপ্রাইজ, মেসার্স মা মনি এন্টারপ্রাইজের স্বত্বা‌ধিকারী ৩ দোক‌ানি‌কে ৫শ টাকা ক‌রে মোট ১ হাজার ৫শ টাকা জ‌রিমানা ক‌রেন।

অপর দি‌কে অন‌্য মি‌লের নাম‌ ঠিকানা ব‌্যবহার ক‌রে প্লা‌স্টি‌কের বস্তায় পণ্য বাজারজাত করার দা‌য়ে মজুমদার মেজর অ‌টো রাইস‌মিলের স্বত্বা‌ধিকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন