মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার আইনে তিন দোকানিকে জরিমানা

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্ল্যাহ।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মিজানুর রহমান ছাড়াও মাটিরাঙ্গা থানার পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

এসময় মাটিরাঙ্গা বাজারে বিআরটিসি হোটেল ও হাজী হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং পার্বতী ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্ল্যাহ জানান, ভেজাল পন্য ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মাটিরাঙ্গা বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন